• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১১:৪৩:১৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ১১:৪৩:১৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার উদ্বোধন

২২ মার্চ ২০২৫ দুপুর ০২:৪১:৫২

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার উদ্বোধন

মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গোফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের উদ্যোগে ২১ মার্চ শনিবার সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে গার্লস স্কুল ব্রিজে গিয়ে শেষ হয়। 

খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অর্পণ বসু প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘নিজস্ব ময়লা সঠিক স্থানে ফেলতে হবে। যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা না হয়, তাহলে তা দূষণের কারণ হয়ে দাঁড়ায়, যা খালের পানিকে দূষিত করে। পৌর কমিটির পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হয়ে দায়িত্ব পালন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এ সকল মৃতপ্রায় নদ-নদী নালা জলাশয়ে মাছ জন্মাবে যদি আমরা সচেতন হই। গত বছর লাবসা ,বেতনায় অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছিল।এটা হয়েছিল আমাদের নদীর নাব্যতা না থাকার কারণে। আমরা চেষ্টা করছি যেন আমাদের নদীতে নাব্যতা আসে পাশাপাশি আমরা সবাই যদি গ্রিন থাকি আমাদের দেশটাও গ্রিন থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬