গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা।
২৩ মার্চ রোববার সকাল সাড়ে ৭টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩শ শ্রমিক বকেয়া বেতন, বোনাসসহ বিভিন্ন পাওনাদির দাবিতে প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। সকাল সাড়ে ৮টায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের যৌথ অভিযানে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে আন্দোলনরত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেয়।
ফিনিশিং আয়রনম্যান মাহবুব আলম বলেন, প্রায় ২ মাসের বকেয়া বেতন, বোনাসসহ আমাদের পাওনাদি পরিশোধ করে দিলে আমরা চলে যাবো। দ্রুত সময়ের মধ্যে আমাদের পাওনা বুঝিয়ে দেয়া হোক।
সহকারী আয়রনম্যান রুবেল হায়দার বলেন, একাধিকবার সময় ও তারিখ দেয়ার পরেও আমাদের পাওনা বুঝিয়ে দেয়া হয়নি। আমরা কবে পাওনা পাবো আমাদের জানা নেই।
সুইং অপারেটর বাদশা মিয়া বলেন, সামনে ঈদ। ঈদের আগে আমাদের পাওনা টাকা বুঝিয়ে না দিয়েই ফ্যাক্টরি বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available