স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি কভার ভ্যানসহ তিন জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮৬ হাজার ৮শ টাকা।
২৩ মার্চ রোববার ভোর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার ধামরাই থানার গাংগুটিয়া গ্রামের এসহাক মিয়ার ছেলে রফিক। মুন্সিগঞ্জ সদর থানার বাংলা বাজার এলাকার রুহুল আমিন সরকারের ছেলে মনির। নোয়াখালীর সাধুরাম থানার মহাব্বাতপুর এলাকার শফিকুল রহমানের ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, রোববার ভোর রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে কাঁচপুর ব্রিজের ঢালে টাইগার রি- রোলিং মিল সংলগ্ন সাজেদা হসপিটাল এর সামনে থেকে একটি কভার ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available