রাজশাহী প্রতিনিধি: যৌতুক না পেয়ে স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. শাহিনুর (৩০) বিরুদ্ধে। অভিযুক্ত রাজশাহীর দূর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। হত্যা করার পর থেকে অভিযুক্তসহ পরিবারের অন্যান্য সদস্য পলাতক রয়েছে।
২৩ মার্চ রোববার সকালে হত্যাকারীকে কাশিয়াডাঙ্গা থানাধীন এলাকা থেকে আটক করে র্যাব-৫।
র্যাব-৫ জানায়, গত ৫ বছর পূর্বে আফরিন আক্তার বৃষ্টির সাথে শাহিনুর সাথে বিবাহের বন্ধন হয়। স্বামী বিবাহের পর থেকেই যৌতুক দাবি করে। মেয়ের সুখ ও শান্তির কথা চিন্তা করে ২লক্ষ ৫০হাজার টাকা দেয়। এরপরেও অভিযুক্ত ও তার পরিবারের বাবা, মা ও ননদ মিলে আরও টাকা দাবি করে। কিন্ত ভুক্তভোগী ও তার পরিবার মেয়ের স্বামীর দাবি পূরণ করতে ব্যর্থ হয়। পক্ষান্তরে গত ১৪ মার্চ দুপুরে স্বমাী ও তার পরিবারের সদস্যরা মিলে বৃষ্টিকে পিটিয়ে মেরে ফেলে পালিয়ে যায়।
এবিষয়ে নিহতের বাবা দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা ত্যথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে মূল অভিযুক্তকে আরএমপি’র কাশিয়াডাঙ্গ থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। ইতোপূর্বে গত ১৬ মার্চ নিহতের শ্বশুর আব্দুল জলিল (৫৫) এবং অপরজন শ্যামলীকে (৩৫) আটক করে র্যাব-৫।
দূর্গাপুর থানার অফিসার ইন-চার্জ দুরুল হুদা বলেন, আমাসিকে দূর্গাপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করেছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available