পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭নং লতাচাপলি ইউনিয়ন শাখার আহবায়ক মো. আল-আমিন হোসেন বিপ্লব ও ১১নং ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৩ মার্চ রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের প্যাডে দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-আমিন হোসেন বিপ্লবকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
অপরদিকে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, বহিষ্কৃত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ৫ আগস্ট সরকার পতনের পরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে একটি ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি ইউনিয়নের দায়িত্বশীল কয়েকজন সিনিয়র নেতার নাম ধরে এবং ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ জিহাদীকে মারধরের কথা বলতে শোনা যায়। সরকারি কাজে বাধাসহ, সালিশ বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে।
অপরদিকে ৭নং লতাচাপলী ইউনিয়নের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন হোসেন বিপ্লবের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর আগেও তার একটি মাদকের কথোপকথন'র অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়।
এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে লতাচাপলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন হোসেন বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোন দুষ্কৃতিকারীর স্থান হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available