বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্যোক্তাদের ক্ষুদ্র-ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ সোমবার সকাল ১০টায় ফকিরহাট ব্র্যাক এলাকা কার্যালয়ের মিলনায়তনে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাসমূহের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রগতির মাইনুল ইসলাম রাজু, দাবির মহিদুল ইসলাম, উপজেলা একাউন্টস ম্যানেজার মো. রবিউল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট মো. আব্দুল জলিলসহ বিভিন্ন ঋণদান প্রদানকারী এনজিও’র জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ, সাংবাদিক এবং প্রমিজ প্রশিক্ষণ প্রাপ্ত ক্লায়েন্ট বৃন্দ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন ব্র্যাক জেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ।
উপজেলা শিক্ষা সুপারভাইজার আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, ব্র্যাক যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরি করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। কর্মশালায় প্রোজেক্ট ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান তিনি ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাটি বাস্তবায়নে সার্বিকভাবে কাজ করেন প্রোগ্রাম অর্গানাইজার লক্ষী রানী বিশ্বাস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available