• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৬:২৫ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৬:২৫ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৫ মার্চ ২০২৫ সকাল ১১:৫৩:৫৯

নবীনগরে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সৌদি প্রবাসী নজরুল ইসলাম।

এই মহতী লক্ষ্য সামনে রেখে ২৪ মার্চ সোমবার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। ইসলাম আমাদের শিখিয়েছে পরোপকার ও মানবসেবা শ্রেষ্ঠ ইবাদত। আমি চাই লাউরফতেহপুর ইউনিয়নকে একটি সুশৃঙ্খল, আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজে রূপ দিতে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের ভালো দিকগুলো যেমন তুলে ধরেন, তেমনি অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধেও সোচ্চার থাকেন। আমার ভালো কাজের প্রশংসার পাশাপাশি যদি কোথাও ভুল করি, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে সঠিক পথ দেখাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কালাম খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পিয়াল হাসান রিয়াজসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস ক্লাবের সদস্যদের আন্তরিকতারয় অনুপ্রাণিত হয়ে নজরুল ইসলাম নবীনগর প্রেসক্লাবের 'দাতা সদস্য' হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নজরুল ইসলামের সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ