সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সেচ ট্রান্সফরমার চুরি করতে আসা চৌগাম ইউনিয়নের ৪ যুবদল কর্মীকে গনধোলাই দেয় জনতা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
২৪ মার্চ সোমবার রাত সাড়ে দশটার দিকে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ও মৃত মোজাহার আলীর পুত্র সোহাগ ওরফে বানেস (৩৭), যুবদল কর্মী ও কুদ্দুস মন্ডলের পুত্র সালমানশাহ (বুস) (২২), আনসারের পুত্র রায়হান (৩৫) ও হারেজের পুত্র আলামিন (২৫)।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গণধোলাইয়ের শিকার আহতদের উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়েছে। তারা ট্রান্সফরমার চুরি করতে আসছিলো। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available