স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: পাঁচ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটিকে ৩৩ সদস্যের উন্নীত করে ঘোষণা করা হয়েছে।
২৪ মার্চ সোমবার কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজিব, শরিফ আহমেদ টুটুল, সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ছাড়াও সদস্য হিসেবে নতুন করে স্থান পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান, গোলাম ফারুক খোকন, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মো. ইউসুফ আলী ভুঁইয়া, শহিদুল ইসলাম টিটু ,মাজেদুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আশরাফুর হক রিপন, মজিবর রহমান ভুঁইয়া।
সদস্য মোশতাক আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, মো. বাছির উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, তাসিকুল হক ওসমান, মো. জুয়েল আহমেদ, মাহমুদুউল্লাহ, একরামুল কবির মামুন, মো. রিয়াজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রহিমা শরিফ মায়া, মো. অকিল উদ্দিন ভুঁইয়া, সেলিম হক রুমী, মো. নূরনবী ভুঁইয়া, নাদিম হাসান মিঠু, হামিদুল হক খান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available