নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নামে পরিচিত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাটোরের নলডাঙ্গা শাখা।
২৫ মার্চ মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো.জিয়াউল হক বলেন সাংবাদিকরা জাতির বিবেক তারা তাদের লেখনীতে সত্যতা তুলে ধরবে। জনগণ যে সকল সুবিধা থেকে বঞ্চিত সেই সকল বিষয়ে সাংবাদিক লিখনের মাধ্যমে তুলে ধরবে। বিগত দিনে এই উপজেলায় অনেক সাংবাদিক ছিল তাদের একটি সংগঠনও ছিল তারা কোন দলের পক্ষপাতিত্ব করার কারণে তারা বিলুপ্ত হয়ে গেছে। আপনার এখন যারা আছেন তারা আপনারা নিরপেক্ষ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করবেন দখলদারী টেন্ডারবাজি চাঁদাবাজির বিষয়ে তুলে ধরবেন।
এসময় বক্তারা আরো বলেন, আগামী দিনের সাংবাদিকদের লিখনি শক্তি দিয়ে নতুন বাংলাদেশর সাম্য ও ন্যায়ের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সঠিক সংবাদ প্রকাশ করে তবেই বাংলাদেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখা সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মো.আব্দুল বারিক,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীসহ প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available