মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালু ও যুবদল নেতা আব্দাল হোসেনকে দল থেকে বহিষ্কার দাবি করেছেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের ইফতার মাহফিলে সহযোগিতা করেছেন এমন অভিযোগ তুলে ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে এক প্রতিবাদ সভায় তিনি বিএনপি নেতাদের বহিষ্কার দাবি করেন।
তিনি আরও বলেন, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মিল্টন রায়পুর ইউনিয়নের দুজনকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। তারা যেখানে কমিটি গঠন করতে যাচ্ছে, সেখানেই মারধর খেয়ে তারা পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরছে।
তিনি অভিযোগ করে বলেন, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পদ দেওয়া হচ্ছে। অথচ ত্যাগীদের বঞ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আব্দাল হক যুবদল কর্মী হলেও তাকে বিএনপির মত বড় দলের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কড়ুইগাছি গ্রামের বিএনপি নেতা আমিরুল হক আমিরুল হক আমুলের সভাপতিত্বে রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, বিএনপি নেতা আনারুল ইসলাম, শালদহ গ্রাম বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ঝুনুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available