• ঢাকা
  • |
  • বুধবার ১২ই চৈত্র ১৪৩১ রাত ০৯:২০:১৮ (26-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১২ই চৈত্র ১৪৩১ রাত ০৯:২০:১৮ (26-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুর জেলা বিএনপির সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কারের দাবি

২৬ মার্চ ২০২৫ সকাল ০৮:৫১:০৮

মেহেরপুর জেলা বিএনপির সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কারের দাবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালু ও যুবদল নেতা আব্দাল হোসেনকে দল থেকে বহিষ্কার দাবি করেছেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের ইফতার মাহফিলে সহযোগিতা করেছেন এমন অভিযোগ তুলে ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে এক প্রতিবাদ সভায় তিনি বিএনপি নেতাদের বহিষ্কার দাবি করেন।

তিনি আরও বলেন, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মিল্টন রায়পুর ইউনিয়নের দুজনকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। তারা যেখানে কমিটি গঠন করতে যাচ্ছে, সেখানেই মারধর খেয়ে তারা পুলিশের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পদ দেওয়া হচ্ছে। অথচ ত্যাগীদের বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আব্দাল হক যুবদল কর্মী হলেও তাকে বিএনপির মত বড় দলের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

কড়ুইগাছি গ্রামের বিএনপি নেতা আমিরুল হক আমিরুল হক আমুলের সভাপতিত্বে রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, বিএনপি নেতা আনারুল ইসলাম, শালদহ গ্রাম বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ঝুনুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চীনে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস
২৬ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:১৭