কুমিল্লা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ রোধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ বাহিনী।
২৫ মার্চ মঙ্গলবার বিকেলে নগরীর পূবালী চত্বরে এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) নাজির আহম্মেদ খান এক গণসচেতনতামূলক বার্তা দিয়েছেন।
পুলিশ সুপার বলেন, ঈদ আনন্দের উৎসব, তবে এ সময় মানুষের চলাচল ও কেনাকাটা বাড়ায় অপরাধের ঝুঁকিও থাকে। তাই আমরা সব ধরনের অপরাধ দমনে প্রস্তুত আছি। নগরবাসীকে সচেতন থাকতে হবে এবং যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নিতে হবে।
তিনি আরও বলেন, নগরীর প্রধান বিপণিবিতান ও বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণা রোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে মহাসড়ক ও শহরের প্রবেশপথে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।
নাগরিকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে পুলিশ সুপার নাজির আহম্মেদ খান বলেন, নাগরিকদের অনুরোধ করব, কেনাকাটা বা ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্রের প্রতি যত্নবান হোন। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ পুলিশ ফাঁড়ি বা ৯৯৯ নম্বরে জানান। কুমিল্লা জেলা পুলিশ সবসময় জনগণের পাশে আছে।
তিনি আরও বলেন, সবার সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও আনন্দময় ঈদ নিশ্চিত করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখুন এবং যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিককে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ সুপার নাজির আহম্মেদ খান। শেষে তিনি কান্দিরপাড় এলাকা বিভিন্ন সড়ক ও ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available