কুমিল্লা প্রতিনিধি: বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি।
এরই ধারাবাহিকতায় আজ ২৬ মার্চ বুধবার কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসের প্রথম প্রহরে ৩১টি তোপধ্বনিতে দিনের কর্মসূচির সুচনা করা হয়। পরে বিউকলের করুণ সুর বেজে ওঠার সাথে সাথে শুরু হয় শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন, হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী পরিচালক মো. ছামছুল আলমসহ জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available