• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কৃষকের জমিতে বরেন্দ্র খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন

১৮ মে ২০২৩ সন্ধ্যা ০৬:০০:০৫

কৃষকের জমিতে বরেন্দ্র খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে খাস জমির পাশাপাশি কৃষকদের প্রায় ৬০০ একর চাষের জমিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের অভিযোগ করেছেন শতাধিক কৃষক। এ ঘটনার প্রতিবাদে এবং খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় কৃষকরা। ১৮ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় চরভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোষ নদীর পাড়ে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে স্থানীয় ৩০০ কৃষক অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় কৃষক প্রতিনিধি মমিন মন্ডল, তজিম উদ্দিন, আব্দুল হক, আমিনুর ইসলাসসহ অনেকে।

বিএমডিএ নাগেশ্বরী উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, ইআইআরপি এর আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোশ নদীর ভেল্লিকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহনী পর্যন্ত ৬ হাজার ৯০০ মিটার এলাকায় ৬ টি প্যাকেজে খাল খনন শুরু করেছে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এতে ব্যায় ধরা হয়েছে প্রায় এক কোটি ৫৯ লাখ টাকা। কাজগুলোর মধ্যে ৫ টি প্যাকেজের কাজ করছে নওগাঁর মেসার্স খান ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অপর প্যাকেজটির খনন কাজ করছে নওগাঁর মোসলেম উদ্দিন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

বিএমডিএ নাগেশ্বরী জোনের সহকারি প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, আমরা সরকারি যেটুকু জমি পাবো সেটুকু খনন করবো। কৃষকের জমি খননের প্রশ্নই আসেনা। তবে অনেকে সরকারি জমি নিজ নামে দাবি করে ভোগ দখল করে আসছেন। তারাই এসব অভিযোগ তুলছেন বলে দাবী করেন এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫