মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে ৫’শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন 'হৃদয়ে বাংলাদেশ'।
২৬ মার্চ বুধবার সকালে নরসিংদীর মাধবদী মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ঈদসামগ্রী সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেম সংগঠনের সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলহাজ্ব আল-আমিন রহমান, কোশাধ্যক্ষ মশিউর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক ও মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, রোটারিয়ান আ. হামিদ, আমির হোসেন বকুল, নুর আলম প্রমূখ।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো লাচ্ছা সেমাই, প্লেইন সেমাই, তরল দুধ, চিনি, পোলাওর চাল, সাবান, পেঁয়াজ ও আলু। এছাড়াও এসময় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
'হৃদয়ে বাংলাদেশ' সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও হৃদয়ে বাংলাদেশের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১১ সনের এইদিনে ৩৯ জন সদস্য নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৬ শতাধিক। দীর্ঘ ১৫ বছর ধরে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, হুইল চেয়ার, সেলাই মেশিন ও কম্পিউটার উপহার সহ নানামুখী সেবা দিয়ে তাদের পাশে রয়েছে হৃদয়ে বাংলাদেশ।
এছাড়াও দেশের দুর্যোগপূর্ণ সময়ে বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়ে সংগঠনটির পক্ষ থেকে দুর্গত বিভিন্ন জেলায় নগদ টাকা,খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে আসছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল-আমিন রহমান বলেন, সদস্যদের নিজস্ব অর্থায়নে ২০১১ সন থেকে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। প্রতিমাসের ৭ তারিখে এখান থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে দুস্থ শিক্ষার্থী ও তাদের পরিবার এই সংগঠন থেকে নানামুখী সহায়তা পেয়ে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available