• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:১৩:৩৩ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:১৩:৩৩ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভেদরগঞ্জে বসতবাড়ি থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

২৬ মার্চ ২০২৫ বিকাল ০৪:০৪:২৫

ভেদরগঞ্জে বসতবাড়ি থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে নিজ বসত বাড়ি থেকে গলাকাটা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

২৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্য স্ত্রী মুক্তা বেগমকে ঘরে রেখে মসজিদে গিয়েছিলেন স্বামী মান্নান গাজী। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকিয়ে গিয়েছিলেন। নামাজ শেষে ঘরের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করতেই মান্নান গাজী দেখতে পান তার স্ত্রীর মুক্তা বেগমের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে রয়েছে। এঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়, এলাকায় ডাকাত পড়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ভেদরগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিয়ে সাজ্জাদ হোসেন নামে স্থানীয় একজন বলেন, মসজিদের মাইকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। শুনতে পেয়েছি, মান্নান গাজী তার স্ত্রীকে ঘরে রেখে নামাজে গিয়েছিলেন, এসে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ।

নিহতের স্বামী মান্নান গাজী বলেন, আমি আমার স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলাম। নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখতে পাই খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ পড়ে রয়েছে। পরে আমার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়। আমি আমার স্ত্রী হত্যার সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচার দাবি করছি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ঘটনাস্থলে এক নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচারণা চলছে, সেটা এখনও আমরা নিশ্চিত নই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদ কবে, জানা যাবে আগামীকাল
২৯ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৪:১০