মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পদ্মা ভবন হলরুমে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহা. হারুনুর রশিদের সভাপতিত্বে ও অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।
বক্তব্য রাখেন, পি পি খন্দকার সিরাজুল ইসলাম, জিপি মো. মাহাতাব উদ্দিন, সাবেক জিপি অ, স, ম আখতারুজ্জামান (মাসুম), জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুন নাহার, কোশাধ্যক্ষ আবুল হাশিম, গ্রন্থাগার সম্পাদক সুলতানা বেগম, সাংস্কৃতিক সম্পাদক মকলেচুর রহমান, দপ্তর সম্পাদক ওয়ালীউল বারী, সদস্য মো: আজমল হক প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, স্বাধীনতার চেতনা ও দেশের উন্নয়নে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। আইনজীবীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। স্বাধীনতা আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ফসল। আমরা আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে কর সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করবো।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ বলেন, "বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রণাঙ্গনের প্রধান যোদ্ধা শহীদ মুহাম্মদ আতাউল গণি ওসমানীসহ সকল শহীদদের প্রতি আমি আমার সমস্ত শ্রদ্ধা, দোয়া ও ভালবাসা উৎসর্গ করছি। ২৬ শে মার্চ বাংলাদেশী ইতিহাসের রক্তাক্ত আনন্দের নাম । রক্তাক্ত আনন্দ বলতে আমি বোঝাতে চেয়েছি– ১৯৭১ সালে ২৫ মার্চ কাল রাতে যে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণের উপর প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই ৫৬ হাজার বর্গমাইল স্বাধীন ভূখণ্ড। "
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল সাত্তার শাহেদ। দোয়া মাহফিল শেষে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪ শতাধিক সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available