• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন মরনী রাজবংশী

১৮ মে ২০২৩ রাত ০৮:৪৪:৫৭

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন মরনী রাজবংশী

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের মরনী রাজবংশী (৯৪)।

১১ মে এশিয়ান টিভি অনলাইনে- ‘আর কত বয়স হইলে আমি বয়স্ক ভাতা পামু’ শিরোনামে একিটি সংবাদ প্রকাশের পর তা স্থানীয় প্রশাসনের নজরে আসে।

সংবাদটি বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লার নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে বৃদ্ধা মরনী রাজবংশীকে বয়স্ক ভাতার কার্ড ইস্যু করা হয়।

১৮ মে বৃহস্পতিবার বিকেলে মরনী রাজবংশীর বাড়ি মিরিকপুর গিয়ে বয়স্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুভঙ্কর সূত্রধর সহ আরও অনেকে।

এসময় এশিয়ান টিভি অনলাইনের পক্ষ থেকে কথা বলা হয় মরনী রাজবংশীর সাথে। তিনি বলেন, বয়স্ক ভাতার কার্ড পেয়ে আমি  অনেক খুশি হয়েছি। এই বয়সে এসে বয়স্ক ভাতার কার্ড পাবো তা ভাবতে পারি নাই । এ টাকা দিয়ে আমি এখন ঠিকমতো ঔষধ কিনতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, বয়স্ক মরনী রাজবংশীর বিষয়টি এশিয়ান টিভি অনলাইনের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া হয়েছে। গত ৩ বছর ধরে কোনো বয়স্ক ভাতার কার্ড ইস্যু করা হচ্ছে না। কেবলমাত্র কেউ মারা গেলেই আমরা সেটাকে প্রতিস্থাপন করে দিতে পারি।

উল্লেখ্য ৯৪ বছড় বয়সী মরনী রাজবংশী ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তার স্বামী মারা গেছেন এবং সংসারে উপার্জনক্ষম কেউ নেই। নিজের কোন আয় না থাকায় মানবেতর জীবনজাপন করছিলেন তিনি। এ নিয়ে ১১ মে শিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ মে বৃহস্পতিবার তার হাতে একটি বয়স্ক ভাতার কার্ড তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫