মতলব (চাঁদপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর ট্রলারঘাট ও নৌপথে ডাকাতির শঙ্কা রয়েছে। প্রতি বছরই এ সময় ওই অঞ্চলে ডাকাতির ঘটনা ঘটে থাকে।
এ বিষয়ে লেংটার মেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে কোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ কম সময়ে ঢাকা যাতায়াতের জন্য ট্রলারযোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর থেকে কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে একশো যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় যাত্রীদের চাপও বেশি থাকবে এ পথে। তাই ডাকাতির শঙ্কাও রয়েছে। এ সময়ে ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
লিয়াকত হোসাইন নামে এক যাত্রী জানান, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে আসা-যাওয়া করি। বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন ট্রলারটিকে কেন্দ্র করে দুই দিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমরা ১১ জন যাত্রী ছিলাম ঐ ট্রলারে। সবাই আতঙ্কে ছিলাম।
আরেক যাত্রী রিয়াজুর হাসান বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না।
কয়েকটি ট্রলারের চালক জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই অস্ত্র প্রদর্শণ করে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের আগে এবং পরে নৌ পুলিশের টহল প্রত্যেকটি পয়েন্টে জোরদার করা হবে। আশা করছি এ সময় নদীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available