শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য বৃদ্ধ বাবাকে চাপ দেয় মাদকাসক্ত ছেলে। ক্ষিপ্ত হয়ে চাচাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা। এঘটনায় অভিযুক্ত কলেজ ছাত্র সৈকত আহমেদকে আটক করেছে পুলিশ।
২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব আহমেদ (৩২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। তিনি পাশের সাটিয়াবাড়ি গ্রামে থাকতেন।
আটক অভিযুক্ত ভাতিজা মো. সৈকত আহমেদ (১৮) নিহত সজীব আহমেদের ভাতিজা। তিনি মো. শহীদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের বাবা মো. তমিজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে একটি অচেনা নাম্বার থেকে ফোন করে আমার ছেলে সজীব। এসময় সে মন্দ ভাষায় উচ্চস্বরে বলে এক ঘণ্টার মধ্যে ২০ হাজার টাকা লাগবে। না দিলে বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দিবে। এক ঘণ্টার পর টাকা না পেলে সে বাড়িতে আসবে। এর কিছুক্ষণ পর সে পুনরায় ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে। যা বাবা হিসেবে বলতে লজ্জা করছে। ভয় পেয়ে বিষয়টি আমি কলেজ পড়ুয়া নাতী সৈকতকে জানায়। এরপর সৈকত গিয়ে পাশের সাটিয়াবাড়ি থেকে সজীবকে ধরে এনে মারধর করে। মারধরের এক পর্যায়ে সজীব মারা যায়।
তিনি আরও বলেন, ছেলে যখন মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে ফেরাতে অনেক চেষ্টা করছি। তাকে ফেরাতে না পেরে পাশের সাটিয়াবাড়ি গ্রামে নতুন বসতবাড়ি করে দেই। সে বসতবাড়ি বিক্রি করে নেশা করে শেষ করছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available