• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৫৬:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৫৬:৫০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘জেল জুলুম হামলা মামলা সহ্য করেছি বিএনপিকে বাঁচানোর জন্য’

২৯ মার্চ ২০২৫ সকাল ০৮:৫৫:৫২

‘জেল জুলুম হামলা মামলা সহ্য করেছি বিএনপিকে বাঁচানোর জন্য’

মেহেরপুর প্রুতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন বলেন, জেল জুলুম হামলা মামলা সহ্য করেছি বিএনপিকে বাঁচানোর জন্য।

২৮ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হিন্দা গ্রাম বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, বিএনপির মানুষ আওয়ামী লীগের নির্যাতনে নির্যাতিত হয়েছে ১৭ বছর। আর আজকে বিএনপির কমিটি দিতে গিয়ে যদি পিঠে চেয়ার ভাঙ্গা-ভাঙ্গী হয় তাহলে আমরা-আপনারা কোথায় যাবো। সত্যিকার অর্থে যারা বিএনপি করেছেন তারা কোথায় যাবে।

তিনি আরও বলেন, জেলাতে আমাকে এবং মাসুদ অরুনকে দিয়ে যদি কমিটি না করা হয় তাহলে গাংনী উপজেলাতে আসাদুজ্জামান বাবলুকে বাদ দিয়ে কমিটি গঠন করা যাবে না। বিএনপি আমাদের প্রাণ। অথচ দেখছি যে, বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা হচ্ছে, সেখানে শুধু মারামারি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করছে।

এ সময় রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসমাতারা খাতুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল আলম কালাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা সুরেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১