• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০১:১৩:৪৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০১:১৩:৪৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রী বাড়ছে, তবে নেই চিরচেনা সেই ভোগান্তি

২৯ মার্চ ২০২৫ সকাল ১১:০০:৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রী বাড়ছে, তবে নেই চিরচেনা সেই ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদ-উল-ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। ফলে নৌপথে আজ শনিবার সকাল থেকেই লঞ্চযাত্রীদের সংখ্যা বাড়ছে। তবে অন্যান্য বারের মতো নেই কোনো ভোগান্তি। লঞ্চঘাটে এসে সহজেই টিকিট কেটে লঞ্চে উঠতে পারছেন তারা।

অন্যদিকে, যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি চালু রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কমে যাওয়ায় ফেরিঘাটেও কোনো ভোগান্তি নেই। স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছে বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।

২৯ মার্চ শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানীসহ আশপাশের এলাকা থেকে বাসযোগে পাটুরিয়ায় আসছেন যাত্রীরা। আগের মতো সড়কপথে দীর্ঘ যানজট না থাকায় কম সময়ে তারা লঞ্চঘাটে পৌঁছাতে পারছেন। লঞ্চের যাত্রীসংখ্যা পূর্ণ হলেই লঞ্চ ছেড়ে যাচ্ছে দৌলতদিয়ার উদ্দেশে।

পাটুরিয়া ফেরিঘাটেও নেই অতীতের চিরচেনা যানজটের দৃশ্য। যানবাহনগুলো দ্রুত ফেরিতে উঠছে এবং পারাপার হচ্ছে। ঈদযাত্রায় এমন নির্বিঘ্ন পারাপারে সন্তুষ্ট ঘরমুখো মানুষ।

ফরিদপুরের যাত্রী কুদ্দুস খান জানান, “আগে পাটুরিয়া ফেরিঘাট মানেই ছিল দুর্ভোগ। কিন্তু এবার লঞ্চে কোনো ঝামেলা ছাড়াই সহজে নদী পার হতে পারছি।”

পোশাককর্মী রাসেল মিয়া বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরছি।”

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দি জানান, “ঈদে যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে ২০টি লঞ্চ চলাচল করছে। আজ সকালে যাত্রীসংখ্যা বাড়লেও কোনো অতিরিক্ত চাপ নেই। প্রতিটি লঞ্চ নির্ধারিত যাত্রী নিয়েই চলাচল করছে।”

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, “ঈদযাত্রায় ১১টি রো-রো, ২টি ইউটিলিটি, ১টি কে-টাইপ ও ৩টি ছোট ফেরিসহ মোট ১৭টি ফেরি চলছে। ফলে যানবাহন আসার পরই সহজেই পারাপার হচ্ছে।”

সবমিলিয়ে এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নেই যানজট ও ভোগান্তি। যাত্রীরা স্বস্তিতেই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা দিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮