নিজস্ব প্রতিবেদক: চার বারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুড়িচং ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মো. ইউনুসের চতুর্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের আয়োজনে ২৭ মার্চ তার গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার গোপীনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কোরআন খতম আর ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইউনুস স্যারের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জনগনের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিম, ব্রাক্ষণপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মেদ লাভলু, বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাউসার, সারোয়ার জাহান, সবুজ বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব বদরুল হাসান লিটন অনুষ্ঠানে যোগ দেন এবং কবর জিয়ারত শেষে বিশেষ দোয়া করেন।
এদিকে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ মার্চ শনিবার কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার তিনটি ভ্যানুতে উপজেলার ১৭টি ইউনিয়নের ৮৬০ টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাউর চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবন, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মসল্লা।
সকাল ৯টায় ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয় অধ্যাপক মো. ইউনুস এর পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এমপি বাড়িতে স্থাপিত প্রথন ভ্যানুতে। অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিমের সার্বিক তত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান। উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম বলেন, আত্ম মানবতার সেবায় ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি জিএম আলাওল করিম, যুগ্ম সম্পাদক মাহবুব মাসুম, সারোয়ার জাহান, বুড়িচং কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাউসার, সদস্য কবির হোসেন, মো. জহিরুল ইসলাম, মোঃ আবু কাউছার, মোঃ জাহাঙ্গীর, মোঃ ময়নাল হোসেন, মোঃ ইসমাইল, মোতালেব, জাহাঙ্গীর, শফিক, ও হান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এই ভ্যানুতে পীরযাত্রাপুর, মোকাম, ভারেল্লা ও ময়নামতি ইউনিয়নের ৩১০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০টায় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় বুড়িচং ডিগ্রী কলেজ প্রাঙ্গনে স্থাপিত ২য় ভ্যানুতে। ফাউন্ডেশনের বুড়িচং কমিটির তত্তাবধানে বুড়িচং সদর, ষোলনল, বাকশীমুল ও রাজাপুর ইউনিয়নের ৩২০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুড়িচং কমিটির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর তত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, ফাউন্ডেশনের উপদেষ্টা দেলোয়ার খান, সহ-সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, আবদুল হালিম খান, ফাউন্ডেশনের উপদেষ্টা এ এসএম বায়োজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাউসার, সদস্য ওবায়দুল হক, নাহিম, বুলেট প্রমুখ।
এদিকে শনিবার সকাল ১১ টায় ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থাপিত তৃতীয় ভ্যানুতে। ফাউন্ডেশনের ব্রাহ্মণপাড়া শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব বাদরুল হাসান লিটন, বিশেষ অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এবং প্রধান বক্তা অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড আহম তাইফুর আলম ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রুবেল, মো. ইমাম হোসেন, সাংবাদিক মো. সজিব ভূইয়া, সোহেল রানা বাপ্পি, সাইফুল ইসলাম প্রমুখ, রুহুল আমিন মাসুম চৌধুরী প্রমুখ। ফাউন্ডেশনের ব্রাক্ষনপাড়া কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু তত্তাবধানে ব্রাক্ষনপাড়া সদর, শশীদল, সিদলাই, মালাপাড়া, সাহেবাবাদ, চানলা, মাধবপুর ও দুলালপুর ইউনিয়নের ২৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available