হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪ গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ঈদ উদযাপন করছে।
৩০ মার্চ রোববার উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তরবিঘি এলাকার ৩ শতাধিক পরিবার ঈদ পালন করেন। সকালে জামাতের সাথে ঈদুল ফিতরের ২ রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন তারা।
উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামের শতাধিক মুসল্লি স্থানীয় আমবাগানে ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ ঈদ জামাতে অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তাফা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে অনেক জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেরও কিছু মানুষ ঈদ পালন করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available