মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন।
২৯ মার্চ শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষণের শিকার হন।
আটকরা হলেন- মণিরামপুর উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩)।
নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানায়, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে কালিবাড়ি মোড়ে যান। সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারি বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক ভ্যানযোগে সুবজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথিমধ্যে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে অভিযুক্ত দুই ধর্ষক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করে। এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। এরপর সুবজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে নিয়ে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুজতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে।
নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মো. নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available