• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৫:১১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৫:১১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়ায় পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে ঈদসামগ্রী বিতরণ

৩০ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:২০

কুষ্টিয়ায় পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে ঈদসামগ্রী বিতরণ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারো কুষ্টিয়ার মিরপুরে পাহাড়পুর বাধাগ্রস্ত (প্রতিবন্ধী) শিশু বিদ্যালয়ে ২০০ জন প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

৩০ মার্চ রোববার সকালে পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ের হল রুমে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিউলী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক
বিশিষ্ট লেখক গবেষক নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিব, এম ও এস ডিজাইন এর ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসাইন, স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নিউজরুম এডিটর এম হাফিজ। শিক্ষা অনুরাগী হাফিজ আল-আসাদ প্রমুখ।

এসময় নাজমুল হুদা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর অবুঝ শিশুদের সান্নিধ্য তাকে সমৃদ্ধ করেছে। তিনি সাধ্যমতো এসব শিশু, তাদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুন জানান, বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল দুই কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি মসুরের ডাল, দুই প্যাকেট সেমাই, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা বুট এবং সাবান ও হুইল পাউডার। এক প্যাকেট লেক্সাস বিস্কিট। দেয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা দিতে পেরেছি প্রতিবছর যেন দিতে পারি সকলের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭