স্টাফ রিপোর্টার, সিলেট: এক মাস সিয়াম সাধনার পর লাখো মুসল্লির অংশগ্রহণে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সিলেট মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন বরুণার শেখ মাওলানা রশিদুর রহমান ফারুক।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতের দৃশ্য ছিল আবেগঘন। মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করেন।
ঈদের প্রধান জামাতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।
জামাতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে, আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এত বড় জমায়েত এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যা মুসলমানদের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
এ ছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় এবং সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available