• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫৫:০৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৫৫:০৯ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা

৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির জেরে পাভেল (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

৩১ মার্চ সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের কাশিপুর এলাকায় লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর নিহত পাভেল চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তার বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে, কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে পাভেলের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় পাভেলকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে তার বড় ভাই মো. মাসুমসহ এলাকাবাসী পাভেলকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।

আহতের বড় ভাই মাসুম বলেন, ‘আমার ভাই পাভেল ও পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর সঙ্গে গতরাতে একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে কবুতর বাবু আমার ছোট ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা পূর্বপরিচিত ছিলেন। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫