মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল হাকিম মোল্ল্যার ওপর অভিমান করে রুনা আক্তার (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
৩১ মার্চ সোমবার সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া মোল্ল্যা বাড়িতে এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে ঈদগাহ মাঠে চলে যান। নামাজ শেষে আনুমানিক ৯ ঘটিকায় বাড়ীতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। পরবর্তীতে অনেক ডাকাডাকি করেও যখন ঘরের দরজা খোলছেনা তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে দেখা যায় রুনা আক্তার খাটের উপর সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available