সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় পাহাড়ে ও সমতলের অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। ১৮ মে বৃহস্পতিবার কানাইঘাট উপজেলায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা রাতাছড়া পাহাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবাই মাদক, খুন, ধর্ষণ ও পরোয়ানাভূক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন (২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬) ও রউফ মিয়া (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।
তিনি বলেন, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available