• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২১:১১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২১:১১ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

২ এপ্রিল ২০২৫ সকাল ১১:২৪:৩২

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) পুণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

১ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয়ক প্রভাষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে এলাকার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, ইমাম-মুযাজ্জিনসহ নানা পেশার মানুষ অংশ নেয়।

এ সময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,  থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, লিয়াজো কমিটির সমন্বয়ক মো. আসাদুজ্জামান, ওমর ফারুক, আল মামুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ) সংসদীয় আসন বিলুপ্ত করে এলাকার টেকসই উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। নাগরিক সুবিধা পাচ্ছে না জনতা। এছাড়া সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করার ফলে আসনটির ভৌগোলিক সীমানা বিশাল হয়ে গেছে, যা সয়দাবাদ থেকে মানিকগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা একজন সংসদ সদস্যের পক্ষে সম্ভব নয়। যার ফলে গত ১৫-১৬ বছরে চৌহালী ও এনায়েতপুরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ