ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও শিক্ষামেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১ এপ্রিল মঙ্গলবার খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলার শাহপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি রুহান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস অধ্যাপক ডা. ইউনুস আলী, ডুমুরিয়া উপজেলা নির্রাহী অফিসার আল আমিন, শিক্ষক, মিয়া গোলাম কুদ্দুস, নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ও MARCH-এর চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমন, ড. আজাদ, এ এম কামরুল ইসলাম, আকতার হোসেন, আব্দুল কাউয়ুম ফয়সাল, এড. ইউসুফ মোল্যা, ডা হরিদাস মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শতাধিক নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে ডুমুরিয়ার ছাত্রদেরকে নৈতিকতা ও স্কিল ডেভেলপমেন্টের মধ্যমে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available