গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কল্যাণকলস গ্রামের দুধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরা কারবারী, মাদক ব্যবসায়ী, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস স্লুইস বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগীসহ এলাকার শত শত নারী পুরুষ।
এসময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য দিয়েছেন আবুল কালাম হাওলাদার, মোহাম্মদ হানিফ হাওলাদার, মোহাম্মদ রুবেল মোল্লা, শাহানারা বেগম প্রমুখ।
আসামিরা হলেন মো. রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওহাব, মো. শাহ জামাল ও মো. ফরহাদ হোসেন বাবুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আবুল ওহাব মন্ত্রণালয়ের গাড়ি ড্রাইভার পরিচয় দিয়ে তার ভাইদের দ্বারা এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছেন। তাদের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে জামিনে থেকে এলাকাবাসীদের নানা ভয়ভীতিসহ হুমকি প্রদান করছেন। মানুষজনকে অযথা মারধর করাসহ বিভিন্ন ভাবে হয়রানি করছেন। যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। এলাকায় থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available