দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমিজমা বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২ এপ্রিল বুধবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুদ্দি বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, আল আমিন (৩০), নুর ইসলাম (৬০), ইয়াসমিন (২২), জাফর (২৪), জাহাঙ্গীর আলম (৩২), মামুন (২৫), নুর উদ্দিন ( ৩০), সাজু বেগম (৫৫) ও মনোয়ারা বেগম। বাকি দুই জনের নাম জানা যায়নি।
আহত আল আমিন জানায়, ২৪ শতক জমি নিয়ে কাশেম ও তুহিন কসাই গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধপূর্ণ জমিতে কাশেম ও তার লোকজন গাছ কাটতে গেলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন কসাই, কাশেম, জাহাঙ্গীর, জোসনা বেগম, রুবেল, শাকিলসহ ১৫ থেকে ২০ জন মিলে তাদেরকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available