নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’র আওতায় চাষাড়াস্থ বিজয়স্তম্ভ ও শহীদ মিনার এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
৩ এপ্রিল বৃহস্পতিবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা চাষাঢা গোল চত্বর শহরটিকে নিরাপত্তার চাদরে আবৃত করার চেষ্টা করছি। এক্ষেত্রে চাষাড়া গোল চত্বর শহীদ মিনার থেকে শহরের নূর মসজিদ, মিশন পাড়া এবং আর্মি মার্কেট পর্যন্ত সিসিটিভির আওতায় আনা হয়েছে। ধীরে ধীরে পুরো শহরকে নারায়ণগঞ্জে সিসিটিভি আওতায় আনা হবে।’
তিনি বলেন, আপনারা জানেন আমরা নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন সিটি বিনির্মাণ কাজ করে যাচ্ছি। আজকের এ সিসিটিভি স্থাপন কর্মসূচি ওই উদ্যোগের একটি অংশ।
তিনি আরও বলেন, জাতীয় দিবস থেকে শুরু করে আন্তর্জাতিকসহ বাণিজ্যিক বিভিন্ন অনুষ্ঠান শহীদ মিনারসহ বিভিন্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে থাকে। তাই মূল শহরটি সিসিটিভির আওতায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সিসিটিভি আওতায় থাকলে আইনশৃঙ্খলাসহ নানা পরিস্থিতি নজরদারিতে অত্যন্ত সুবিধা জনক হয়। এতে করে কেউ কোনো ঘটনা ঘটিয়ে চলে গেলেও সিসিটিভির নজরদারির মাধ্যমে তাদেরকে সনাক্ত করা সম্ভব হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available