• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:১১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:১১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

৪ এপ্রিল ২০২৫ রাত ১২:০০:৪৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে। ঈদ পরবর্তী বেশ কয়েকটি দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটে। মহাসড়ক কখনো ওয়ানওয়ে হতে পারে না। দূরপাল্লার দ্রুতগামী যান চলাচলের জন্য নেই কোন পদক্ষেপ। ফলে দিনদিন হতাহতের ঘটনা বেড়েই চলেছে। মহাসড়কের যত্রতত্র মানুষ উঠানামার জন্য গতি কমানোর ফলে দ্রতগামী যানবাহন ওভারটেকিং করতে গিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে। মানুষের নির্বিঘ্নে চলার জন্য মহাসড়কটি চার লেনের করা সময়ের দাবী, তাই অতিসত্তর চার লেনে উন্নীত করতে হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ার আমিরাবাদ, পদুয়া ও চুনতিতে; সাতকানিয়ার কেরানীহাটে; চন্দনাইশের গাছবাড়ীয়ায়; পটিয়ার পৌরসদর ও শান্তিরহাটে অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, মহাসড়কটি বিভিন্ন সময়ে চার লেন বা ছয় লেন করার দাবী দেয়ার পরও সরকারের পক্ষ থেকে কার্যকরী কোন উদ্যোগ নেয়া হয়নি। বছরের পর বছর দুর্ঘটনায় নিহতদের জন্য সরকারকে দায়ী করা হচ্ছে। অথচ ফ্যাসিস্ট সরকার দেশ লুটপাট করে বিদেশে পাচার করলেও জনগণের জন্য কোন পদক্ষেপ নেননি। অল্প সময়ের মধ্যে এ মহাসড়ক চার লেনে উন্নীত করে মানুষের দুর্দশা লাঘব করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দসহ জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬