• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:১২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দারিদ্র বিমোচনে পরিকল্পিতভাবে স্বাবলম্বীকরণ কর্মসূচির প্রশংসা করলেন গণপূর্ত সচিব

৪ এপ্রিল ২০২৫ রাত ১২:০৭:১৭

দারিদ্র বিমোচনে পরিকল্পিতভাবে স্বাবলম্বীকরণ কর্মসূচির প্রশংসা করলেন গণপূর্ত সচিব

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিক স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে দীর্ঘকালীন প্রকল্প বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের জগতপুর সুবহা গাজী মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন ( পিএসসি) সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
 
প্রধান অতিথি সচিব নজরুল ইসলাম দারিদ্র বিমোচনে সমাজ থেকে যাকাত-ফিৎরা, ছদাকাত আদায় করে পরিকল্পিতভাবে স্বাবলম্বীকরণ কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন। তিনি এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করবেন এবং বুড়িচং পৌরসভা বাস্তবায়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দেন। প্রধান বক্তা পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়া বলেন, যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের ইসলামী অর্থনীতি বাস্তবায়নের এই মডেলটি সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তিনি এই গ্রামের অধিবাসী তার পরলোকগত তিন সহপাঠী কৃষিবিজ্ঞানী ড. কামরুল ইসলাম কামাল, আহমদ শরীফ বিএসসি বিএড (প্রথম শ্রেণি) ও মোহাম্মদ শরীফের স্মৃতিচারণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বছর সুবহাগাজী সমাজ ও শুভাকাঙ্খিদের থেকে যাকাত-ফিৎরা ও সাধারণ দান (ছাদাকা) হিসেবে সংগৃহীত ১১ লাখ ৩০ হাজার টাকা বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রকল্প নির্বাচিত দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। যার মধ্যে ১২ টি সেলাই মেশিন, ২ জন ক্যান্সার ও ১ জন কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা, তিনটি পরিবারকে ঘর মেরামত, ১ জনকে সাবমার্সিবল কল, ২ জনকে গবাদি পশুপালন, ১ জনকে প্রবাসে যেতে সহযোগিতা, ১জনকে যানবাহন কিনতে সহায়তা, ১ জনকে গাছ কাটার আধুনিক যন্ত্রপাতিতে মোট ১১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের আহবায়ক ডা. জাবেদ আহমেদ এবং পরিচালনা করেন যৌথভাবে মো. কামরুজ্জামান পিয়াস ও মাসুদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন ও মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, মো. জায়েদ হোসেন (ইউএনও) হাজিগঞ্জ, চাঁদপুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন কবির চৌধুরী, মাসুদ রানা, সুবাহ গাজী সমাজের উপদেষ্টা হাজী মো. শাহ জাহান, ইসলামি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, হাজী আলী আক্কাস প্রমুখ।

যাকাতের প্রকল্প বিতরণ সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক (জেলা কমিটি) এবং নাগরিক কমিটির বুড়িচং উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ। আরও বক্তব্য রাখেন জগতপুর এডিএইচ সিনিয়র মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ছফিউল্লাহ, ইসলামী ব্যাংক কর্মকর্তা ও আল-হেরা মডার্ণ একাডেমির পরিচালক কাউছার আহমদ, সাবেক ঢাবি ছাত্র ইসরাফিল আলম, আব্দুর রব মেম্বার প্রমুখ। এছাড়া সাইরিল আলম বাবুল, আব্দুল বারি মাষ্টার, সোলেমান মোল্লা, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন মাস্টার, আমির হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবছর যাকাত ও ছদাকাত ফাউন্ডেশনের এ বছর অন্যতম ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, আমিনুর রহমান বাবু, সোহেল খোকন, শাকিল আহমেদ, সাংবাদিক আবদুল ওহাব, গিয়াস উদ্দিন কিরণ, রবিউল ইসলাম মনির, মাসিকুল ইসলাম কুতুব, এমরান আহমেদ সৈকত, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মাহমুদ সজল, নাইমুল হাসান, মেহরাব হোসেন অপি, মুন্না, পিয়াস উদ্দিন বাবু, জুনায়েদ আহমেদ জিতু, ইসাক আহমেদ, রিফাত আহমেদ, নাহিদ গাজী, হাসিব, আব্দুর রহমান, রিফাত হোসেন, আসিফ আহমেদ, আজিজুল হক দিপু, মোহাম্মদ হাসান, খোরশেদ মিয়া, ফয়সাল আহমেদ, মো. কামরুল, মোহাম্মদ আরমান, মোহাম্মদ সিয়াম, মো. শাহিন, মো. রবিউল, মো. ফারুক মিয়া, আবুল হোসেন, রোহান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫