পলাশ (নরসিংদী) প্রতিনিধি: সামনের দিনগুলোতে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে রাজপথের লড়াই-সংগ্রামের মতো ভোটের মাঠেও নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ লক্ষ্যে উপজেলার চারটি ইউনিয়ন ও ঘোড়াশাল পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মীসভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের প্রতিটি ইউনিটের কর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে বাংলার মানুষকে স্বৈরশাসক থেকে মুক্ত করেছে, ঠিক একইভাবে সামনের দিনগুলোতেও যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে মঈন খানের বিজয় সুনিশ্চিত করতে রাজপথের সংগ্রামের মতো ভোটের মাঠেও
ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available