মো. ওমর ফারুক, সাভার প্রতিনিধি: পুরো বাংলাদেশের ২০১০-২০১২ এসএসসি ও এইচএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ভিন্ন ধর্মী সংগঠন ‘বাংলাদেশ ফ্রেন্ডস এন্ড হেল্প জোন’র মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে শুক্রবার সকাল থেকে সাভারের মধুমতি মডেল টাউনে কল্লোল কুটির রিসোর্টে এই মিলন মেলাটির আয়োজন করা হয়।
‘বাংলাদেশ ফ্রেন্ডস এন্ড হেল্প জোন’ সংগঠনটি একটি ভিন্ন ধর্মী উদ্যোগ হাতে নিয়েছে। এই সংগঠনটির সদস্যদের বা পরিবারের চিকিৎসার খরচ বহন করতে না পারলে, সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই পর্যন্ত সর্বমোট ২০ জনের মাঝে ৩ লাখ ৫৬ হাজার ৯৩১ টাকা ‘উপহার’ প্রদান করা হয়েছে।
গ্রুপটির বর্তমান প্যানেল মেম্বার বলেন, ‘বন্ধুত্বের বন্ধনে আমরাই সেরা ’ এই শ্লোগানকে সামনে রেখে আমাদের এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এই গ্রুপে সবাই ২০১০-২০১২ সালে এসএসসি ও এইচএসসি পাশ করেছে। আমরা এই গ্রুপের যে কারো নিজের বা পরিবারের চিকিৎসার খরচ বহন করতে ব্যর্থ হলে তাদেরকে সাহায্য করি। ভবিষ্যতে আরও কিছু প্রজেক্ট হাতে নেয়ার ইচ্ছা আছে, যাতে বন্ধুদের পাশে দাঁড়ানো যায়। তাদের যেকোনো বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যায়। আর আমাদের দেয়া চিকিৎসার খরচগুলো উপহার হিসেবে গণ্য করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available