নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে র্দীর্ঘদিন যাবৎ চিকিৎসক ও জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। ২১জন চিকিৎসক থাকার কথা থাকলেও ১৪জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। মাত্র ৭জন চিকিৎসক কর্মরত থাকলেও ২জন সংযুক্তির আদেশে অন্যত্র কর্মরত রয়েছে। চিকিৎসকের পাশাপাশি নার্সসহ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিরও সংকট রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় অনেক সময় ওয়ার্ডবয়রাও চিকিৎসা দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় ব্যান্ডেজ সেলাইসহ বিভিন্ন অস্ত্রোপাচার পিয়ন ও ওয়ার্ডবয়রা করে থাকেন। ফলে সব সময় রোগীরা মৃত্যুর ঝুঁকিতে থাকেন।
উপজেলা কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (সার্জিকেল), জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনী ও অবস), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (ডেন্টাল), জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান, গলা), জুনিয়র কনসালট্যান্ট (অর্থপেডিক্স), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), মেডিকেল অফিসার (অ্যানেস্থেসিয়া), প্যাথলজিস্ট, হোমিও চিকিৎসকসহ অনেক চিকিৎসকের পদ র্দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে।
৫০ শয্যা হাসপাতাল হিসাবে খাদ্য বরাদ্দ পাওয়া গেলেও চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ঔষধ পত্রসহ চিকিৎসক, নার্স ও জনবল সংকট রয়েছে। অত্র হাসপাতালে অধিকাংশ সময় ইনডোরে ৮০/৯০ জন রোগী ভর্তি থাকে। আউটডোরে প্রতিদিন ৫০০/৬০০ শত রোগী সেবা নিতে আসে। শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি হওয়ায় বেশিরভাগ রোগীকেই মেজেতে বা বারান্দায় থাকতে হয়।
অত্র হাসপাতালে উপজেলার বাহিরে পার্শ্ববর্তী সরাইল, মাধবপুর, লাখাই, অষ্টগ্রাম থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসে। উপজেলার ১৩ টি ইউনিয়নে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, ৩টি উপ স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নানাবিদ সংকট বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম চালাতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে। তবে জনবল সংকটের বিষয়ে সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available