সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে আপনারা নৌকা প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করুন। কামরান ভাই হারার পর আমরা কষ্ট পেয়েছিলাম। কিন্তু কামরান ভাইয়ের যে আশা আকাঙ্খা ছিল, তা আনোয়ারুজ্জামানের মাধ্যমে পূরণ করতে হবে।
তিনি বলেন, যারা দলের সাথে বেঈমান করে তারা কখনও উন্নতি লাভ করতে পারে না। অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাড়া-মহল্লায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। যেখানে ভোট সেখানে যেতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।
১৯ মে শুক্রবার সন্ধায় মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যাঞ্চলের সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সৈয়দা জেবুন্নেসা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক প্রার্থী দিয়েছেন। সুতরাং নেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়ে আনোয়ারুজ্জামানের পক্ষে কাজ করুন। নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করুন। আমরা নৌকার কান্ডারী। নৌকাই আমাদের সব। নৌকার বিকল্প কিছু নেই। ২০০১ থেকে ২০০৭ সালের অতীত ইতিহাস মনে রেখে নৌকার জন্য সক্রিয়ভাবে কাজ করুন। নতুন প্রজন্মকেও নৌকার পক্ষে কাজ করতে উৎসাহিত করুন। ২১শে জুন নৌকার বিজয় নিশ্চিত করেই আপনারা ঘরে ফিরবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, ডা. আরমান আহমদ শিপলু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, নাজনীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সভাপতি শাহরিয়ার কবির সেলিম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available