• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

৬ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৫৭:৩৭

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনাসদস্য নিহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

৫ এপ্রিল শনিবার বিকেলে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈনিক মো. আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত মান্নান সরদারের ছেলে। তিনি ২৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে, বর্তমানে ২৪ পদাতিক ডিভিশনের অ্র্যাডহক রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২ এপ্রিল বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন আল মামুন। শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি বালারবাজার সড়কের নয়ারাস্তায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ