• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজে ফেরা মানুষদের যাত্রা নিশ্চিতে বামনায় নৌবাহিনীর অভিযান

৬ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০৮:৩৯

কাজে ফেরা মানুষদের যাত্রা নিশ্চিতে বামনায় নৌবাহিনীর অভিযান

বামনা (বরগুনা) প্রতিনিধি: ঈদুল ফিতরের ছুটি শেষে সাধারণ মানুষদের কর্মস্থলে ফেরার নিমিত্তে সারাদেশে নৌবাহিনীর তদারকি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বরগুনার বামনায় নৌবাহিনী অভিযান চালিয়েছে।

৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় বামনা লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ঈদুল ফিতরের ছুটি শেষে সাধারণ মানুষ যেন কোন প্রকার দুর্ভোগ ব্যতিত শান্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পারে সেই লক্ষে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সাব লেফটেন্যান্ট সাইদ মাহির আলম। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ পূবালী-১ এ গিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় লঞ্চ কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া না নিতে কঠোর হুশিয়ারি দেয়া হয়। যানবাহনে তল্লাশি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্নে করতে কাজ করতে দেখা যায় ।

অভিযান চলাকালীন বামনা ক্যাম্পের নৌবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ