• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৪৫:৩৮ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় ধর্ষিতার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

৬ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৩২:২৪

খোকসায় ধর্ষিতার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের শিকার শিশুর বসতবাড়িতে আগুন দেবার অভিযোগ উঠেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে।

৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাধুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, বৃহস্পতিবার ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার পরের দিন রাতে ধর্ষকের পরিবারের লোকজন ধর্ষণের শিকার শিশুর বসতবাড়িতে আগুন দিয়েছে।

ধর্ষণের শিকার শিশুর চাচা নিপুণ শেখ জানান, চলতি মাসের ১ তারিখে গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাধুয়া গ্রামের মৃত ঈমান আলী কবিরাজের পুত্র আফজাল কাজী তার ৮ বছরের ভাতিজীকে পেঁয়াজ কাটার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায় এবং সারাদিন কাজ করার পর রাতে শিশুকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রাতে পরিবারের কাউকে কিছু না জানালে পরেরদিন দুপুরে অসুস্থ হয়ে গেলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুর মা খোকসা থানায় ধর্ষণ মামলা করলে থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করে। ধর্ষক আফজাল কাজী গ্রেফতারের পরের দিন তাদের বসত ঘরে আগুন দেওয়া হয়েছে।

তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন। আগুনে দেবার বিষয়ে ইতোমধ্যে খোকসা থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

‎খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাধুয়া গ্রামের আফজাল শেখ ৮ বছরের শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা ৩ এপ্রিল মামলা করলে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে ধর্ষণের শিকার শিশুর বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুর পরিবার থানায় অভিযোগ দিলে জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের ছেলেকে আটক করা হয়েছে এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ