ঠাকুরগাঁও প্রতিনিধি: ঈদ পরবর্তী নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে ঠাকুরগাঁওয়ে মহাসড়কে বিশেষ অভিযানে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, থ্রি-হুইলার চলাচল রোধ, অতিরিক্ত ভাড়া আদায়, অপ্রাপ্ত বয়ষ্ক কিশোরদের মোটরসাইকেল চালনা ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধে ঈদ পরবর্তী কর্মমুখী যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
৫ এপ্রিল শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর।
অভিযানে ২২টি মামলায় ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available