মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানায় মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজের অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ এপ্রিল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন—সিংগাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় যায় ওই দুই যুবদল নেতা। এ সময় তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে পুলিশ তাঁদের মদ্যপ অবস্থায় গ্রেফতার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, গ্রেফতার ব্যক্তিরা থানায় এসে এক এজাহারভুক্ত আসামিকে ছাড়াতে চাপ দেয়। মদ্যপ অবস্থায় তাঁরা পুলিশকে গালিগালাজ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাঁদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ঘটনার বিষয়ে দল অবগত রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের কেউ যদি আইনবিরোধী কাজে জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available