মতলব (চাঁদপুর) প্রতিনিধি: যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব উত্তর থেকে মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ৩২ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
৫ এপ্রিল শনিবার রাতে উপজেলার মতলব-আমিরাবাদ এলাকার হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. সৈকত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সালোকিয়া গ্রামের বাসিন্দা।
৬ এপ্রিল রোববার সকালে সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্প ও মতলব উত্তর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। গত শনিবার রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে মাদক কারবারের অভিযোগে মতলব-আমিরাবাদ এলাকার হাইওয়েতে থানার পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ৩২ কেজি গাঁজা এবং একটি ছাই রংয়ের (ঢাকা-মেট্রো-গ ২৩-১৯২৪) প্রাইভেট কার জব্দ করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ বলেন, আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দ দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার আসামিকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার আসামি মো. সৈকতকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available