• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৬:১২ (07-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৪শে চৈত্র ১৪৩১ রাত ০৮:০৬:১২ (07-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৩:২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এ মিষ্টি কুমড়া যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ও কয়েকটি জুস কোম্পানিতে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর জেলাতে ২৮৫ হেক্টর জমিতে ৮৫৫০ মেট্রিকটন মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। মিষ্টি কুমড়া বর্তমান বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি দরে। এসব আবাদকৃত মিষ্টি কুমড়ার বাজার মুল্য প্রায় ১৭১,০০০,০০০/-একশত একাত্তর কোটি টাকার লক্ষমাত্রা।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি ফলন হয়েছে বিজয়নগর উপজেলায়। এছাড়া পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর, পত্তন শিবির, বড়পুকুর পাড়, দত্তখলা, গলখলা, লক্ষ্মীমূড়া, মনিপুর ও আশেপাশের গ্রামসহ প্রায় ১১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া। জেলার আরও বেশ কয়েকটি উপজেলায় সুইটি, মনিকা, ব্যাংকক, ত্রিপল-৭ ও সোহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।

কম খরচে বেশি লাভ হওয়ায় বিজয়নগরে দিন-দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। ফলন ভালো হওয়ায় এবার সারা দেশে রপ্তানি করা হচ্ছে জেলার বিজয়নগর উপজেলাসহ আশেপাশের উপজেলার মিষ্টি কুমড়া। অন্যান্য বছর থেকে এ বছর লাভবান বেশি হওয়ার স্বপ্ন দেখছেন এই অঞ্চলের চাষিরা। বর্তমানে ট্রাক, পিকআপ-ভ্যান বোঝাই করে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি কুমড়া বাজার জাত করা হচ্ছে ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং বেশ কয়েকটি জোস কোম্পানিতে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি সপ্তাহে বাজারে মিষ্টি কুমড়া ব্যাপক হারে বিক্রি শুরু করেছেন কৃষকরা।

উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমোড়া গ্রামের কৃষক শাহ মো. হারুন জানান, ৩ কানি জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলিয়ে তার খরচ হয় ৩০ হাজার টাকা। ভালো ফলন হয়েছে। একেক কানি জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ২০/২৫ হাজার টাকায়। বর্ষার পর শুকিয়ে যাওয়া জমিগুলোতে কুমড়ার বীজ রোপনের ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

নাসিরনগর উপজেলার কৃষক লাল মিয়া জানান, মিষ্টি কুমড়া চাষ খুবই লাভজনক। তাই এবারও আমি চাষ করেছি। পাশপাশি গত শুক্রবার থেকে বিক্রি শুরু করেছি। বাজার দরও ভালো।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা জানান, জেলায় এবার ২৮৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে দেখাশোনা ও শুরু থেকে এখন পর্যন্ত সর্বাত্মক সহযোগীতা ও কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে। বর্তমানে কৃষকরা মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি করছে। তিনি আরও জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভাল হয়েছে। কৃষকরা লাভবান হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাগেরহাটে বহুতল ভবনে অগুন, নিহত ১,আহত ৪৪
৭ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৬