• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিটি নির্বাচন করবেন না মেয়র আরিফ

২০ মে ২০২৩ বিকাল ০৫:৫৭:০০

সিটি নির্বাচন করবেন না মেয়র আরিফ

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ২০ মে শনিবার বিকেল ৩টায় বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এক নাগরিক সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি নগরবাসীকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানান।

মেয়র আরিফ বলেন, বিএনপি আমার প্রাণের সংগঠন। যে সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছি, সেই সংগঠনের ক্ষতি হোক আমি এটা চাই না। দলের সিদ্ধান্তের বাহিরে আমি নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি নেতাকর্মীদের রক্তের সাথে আমি বেইমানী করতে চাই না।

সিটি নির্বাচনকে প্রহসনমূলক নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, সিলেটে যে ভোট ডাকাতি হবে, সেটার ইঙ্গিত আপনারা দেখছেন। নির্বাচনের মাত্র এক মাস বাকি, কিন্তু এখনও ভোটাররা ইভিএম কী জানে না। ভোট ডাকাতি করার জন্য সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, ইসি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ চায় না। তারা চায় ভোট ডাকাতি। এজন্য তারা ভোটারদের ইভিএম কী জানাচ্ছে না। ইভিএম নিয়ে জরিপ চালিয়ে দেখেন, শতকরা ৯৯ শতাংশ মানুষ ইভিএম চায় না।

এসময় কান্নাজড়িত কণ্ঠে আরিফ বলেন, নির্বাচনকে বানচাল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনে রদবদল সম্পন্ন করা হয়েছে। আমি মনোনয়ন কেনার আগেই আমার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। যারা আমার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যান, ছবি দেখে তাদের গ্রেফতার করা হচ্ছে। এটা কীসের আলামত? এমন প্রশ্ন তোলেন বর্তমান সিটি মেয়র আরিফ।

আরিফ আরও বলেন, এখন আমাকে ফাঁসাতে নানারকম ষড়যন্ত্র করা হবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি আরিফুল হক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫