নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা নানামুখী চক্রান্ত করেছিল। কিন্তু সরকার ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় সেসব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় খুলনার পাইকগাছার সুরিখালী মন্দিরে মাসব্যাপী চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব ঠাকুরের স্নান উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি দেবব্রত মন্ডল।
উপজেলার গড়ইখালী ইউনিয়নের শুড়িখালীস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠানে খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার সনাতনী ধর্মের ভক্তানুরাগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক পঙ্কজ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিজয় রায় মন্ডল, রঞ্জিত রায়, শিব বিকাশ মন্ডল, সুকুমার মন্ডল ও রমেশ মন্ডল।
এর আগে সকাল ১০ টায় চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, চান্নির চক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক ও গড়ইখালী শহিদ আয়ুব- মুছা কলেজে শিক্ষকদের সঙ্গে পৃথক পৃথক অনুষ্ঠানে মতবিনিময় করেন আমিরুল ইসলাম কাগজী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available